২০২০ সালের মহামারি করোনার দখল কাটিয়ে বেশিরভাগ বেসরকারি খাতের ব্যাংকের পরিচালন মুনাফায় বড় ধরনের উস্ফলন হয়েছে।
গতবছর শেষে কোনো কোনো ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে অনেক বেড়েছে এমন কি করোনার আগে ২০১৯ সালে বেসরকারি ব্যাংকগুলো যে মুনাফা করেছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে কোন কোন ব্যাংক।
গত মুনাফার এমন উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে আমদানি বাণিজ্য, ব্যাংক ঋণের সুদ, কমিশন ও মাশুল আদায় এবং পুঁজিবাজার থেকে মুনাফা। বিদায়ী বছরে এসব ব্যবসা থেকে ভালো আয় করেছে ব্যাংকগুলো। তাই পরিচালন মুনাফা বেড়েছে।
বিভিন্ন সূত্রে বেশ কিছু ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। তবে ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত (নিট) মুনাফা নয়। মূলত আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা।
পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর প্রদান করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।
নিন্মে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের পরিচালন মুনাফা বোঝার সুবিধার্থে চিত্র আকারে দেয়া হলো।
