আজ সোমবার ৩ জানুয়ারি ২০২২ সালের ২য় দিনের লেনদেনের শুরুতেই দারুন চমক নিয়ে বাজার আগাতে থাকে।
সকাল ১০.৫০ এর দিকে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৬৯২২ হয়। তারপর কিছুক্ষণ কিছুটা বিক্রি চাপে সূচক নিচে নামতে থাকে। তারপর আবার সূচক বেড়ে আজকের সকালের সর্বোচ্চ ৬৯২২ কে টপকে চলে যায় দুপুর ১২.৩০ এর দিকে। তবে ৬৯২৩.৪৫ সর্বোচ্চ সূচক গিয়ে কিছুক্ষণের মধ্যে সূচকের গতি কমে যায়।
আজকের দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স + ২৯.১৬ পয়েন্ট বেড়ে ৬৮৮২.৩০ পয়েন্টে অবস্থান করছে।

আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ১৩১৪.১৪ কোটি টাকা।
গতকালের ট্রেড ভলিউম ছিল ৮৯৪.১৭ কোটি টাকা।
আজ (সোমবার ) গতদিনের চাইতে ট্রেড ভলিউম বেশি হয়েছে ৪১৯.৯৭ কোটি টাকা।
আজ দাম বেড়েছে ২১৭ টি কোম্পানির।
দাম কমেছে ১৩২ টি কোম্পানির।
দাম অপরিবর্তীত ছিল ২৮ টি কোম্পানির।
আজ ডিএসইতে মোট ৩৭৭ টি কোম্পানির লেনদেন হয়েছে।
আজ টপ গেইনিং লিস্ট ছিল পুরোপুরিভাবে মিশ্রিত।তবে খাত ভিত্তিক বিচার করলে টেক্সটাইল খাতের শেয়ারের চাহিদা বেশি ছিল।

আজ টপ লুজারে বেশির ভাগই লোপেইডের শেয়ার ছিল।

আজ মোট লেনদেনে বিবিধ খাতের প্রধান্য ছিল। আজ মোট লেনদেনের ২২.০৯ % শতাংশ ছিল বিবিধ খাতের লেনদেন।
ব্লক ট্রেড
আজ ৪৬ টি শেয়ারের ব্লকে মোট ট্রেড হয়েছে ৬৯.৬২ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ৬০.৯৫ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে ট্রেড বেশি হয়েছে ৮.৬৭ কোটি টাকা। ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১২৪৪.৫২ কোটি টাকা। যা গতকাল ছিল ৮৩৩.২২ কোটি টাকা।

আজ ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে EBL, LHBL, FORTUNE এর এবং টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে LHBL, HEIDELBERG, EBL এর।
অনেক দিনের টানা পতন কাটিয়ে নতুন বছরের প্রথম ২ দিন আবারো বিনিয়োগকারীদের আশা জাগিয়ে তুলেছে শেয়ার বাজার। এই ধারা বজায় থাকলে আবারো বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলাই যায়।