আজ ২৯ ডিসেম্বর,বুধবার, বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ৭৩৫.৩৭ কোটি টাকা। গত কার্যদিবসের মোট লেনদেন ছিল ৮৭২.৬০ কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ১৩৭.২৩ কোটি টাকা।

আজ দাম বেড়েছে ১৩৪ টি কোম্পানির।
দাম কমেছে ১৯৬ টি কোম্পানির।
দাম অপরিবর্তিত ছিল ৪৮ টি কোম্পানির।
আজ ডিএসই তে মোট ৩৭৭ টি কোম্পানির লেনদেন হয়েছে।
আজ দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স (১১.৪৮) পয়েন্ট কমে ৬৭৩১.১৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ টপ গেইনিং লিস্ট ছিল পুরোপুরিভাবে মিশ্রিত।


অনেক দিন পরে, গতকাল মার্কেট দারুন ইতিবাচক ধারায় ছিল, কিন্তু আজ সেই ধারা শুরুতে ১০ মিনিট ধরে রাখলেও ঘন্টা খানেকের মধ্যে মার্কেট নেতিবাচক হতে শুরু করে, কিন্তু কিছুক্ষন এর মধ্যে বাজার আবার ইতিবাচক হতে থাকে। বেলা ১২ টার দিকে মার্কেট দারুণভাবে গতি পায় কিন্তু তারপর বাজারে অনেকটা বিক্রি চাপ দেখা যায়, যার ফলে বাজার শেষপর্যন্ত নেতিবাচক ধারাতেই শেষ হয়।
গতদিন সব খাতের শেয়ারেরই ইতিবাচক ভাব থাকলেও আজ ছিল অনেকটা গতিহীন।
গতদিন মার্কেট ভালো থাকাতে, বিভিন্ন হাউজের লোকদের সাথে আলাপ করে তাঁদেরকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও, আজ তাঁদের আবার আশাহত হতে দেখা গেল।
২০২১ সালের শেষ লেনদেন হবে আগামীকাল, বাজার আগামী কালকেও তেমন কোন গতি থাকবে না হয়তো। আশা করা যায় ২০২২ সালে আমরা একটা উজ্জীবিত শেয়ার বাজার পাবো।