-1.3 C
Drøbak
শনিবার, জানুয়ারী ২২, ২০২২
প্রথম পাতাসাম্প্রতিককরোনাঃ বাংলাদেশে আরও মৃত্যু ৯, শনাক্তের হার ১.১২

করোনাঃ বাংলাদেশে আরও মৃত্যু ৯, শনাক্তের হার ১.১২

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯৬ জনের শরীরে। উল্লিখিত সময়ে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১.১২ শতাংশে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৪৬ জনের।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। আর শনাক্তের মোট সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ একজন, নারী দুইজন। মৃত তিনজন চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের। ঢাকাসহ পাঁচ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া তিনজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।