আফগানিস্তানে হাসপাতালে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন
ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সামরিক বাহিনীর সবচেয়ে বড় হাসপাতালে জোড়া বিস্ফোরণ ও বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

খবরে জানানো হয়, কাবুলের প্রাণকেন্দ্রের ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশদ্বারে জোড়া বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইদ খোস্তি।

তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, সেখানে অন্তত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি ট্রমা হাসপাতাল পরিচালনা করছে ইতালীয় এক দাতব্য সংস্থা। তারা বলেছে, তাদের হাসপাতালে ৯ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি বলছে, হাসপাতালে বেশ কয়েকজন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা প্রবেশ করেছেন এবং সেখানে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ক্ষমতা গ্রহণের পর চীন-রাশিয়াসহ বিভিন্ন পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে। এর ফলে তালেবানকে মুরতাদ বা ধর্মদ্রোহী আখ্যা দিয়ে আফগানিস্তানে বোমা ও বন্দুক হামলা চালানো শুরু করে আইএস জঙ্গিগোষ্ঠী। এর ফলে কয়েক দশকের যুদ্ধের পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে তালেবানের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!