পায়রায় ধরা পড়ছে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাময়িকী সংবাদদাতা, বরগুনা
সাময়িকী সংবাদদাতা, বরগুনা
2 মিনিটে পড়ুন

সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন পর আমতলীর পায়রা নদীতে মাছ ধরা শুরু হয়েছে, জেলের জালেও পরছে ঝাঁকে ঝাঁকে মাছ। বাজারে ক্রেতা-বিক্রেতার আনাগোনায় বাজার হয়ে উঠেছে সরগরম। তবে বেশির ভাগ মা মাছে ডিম রয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাবার পর জাল ফেলা ও মাছ শিকারে নদীতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন উপজেলা অফিস।

জেলে, ইউনুস, হালিম, সোহেলসহ অনেকেই সাময়িকী প্রতিবেদককে জানান, ২২দিন মাছ ধরা বন্ধ ছিল। সরকারের সে নিষেধাজ্ঞা মেনে জেলেরা নদীতে মাছ শিকারে নামেন নি। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার পর নদীতে মাছ শিকারে নামছেন। আগের তুলনায় জালেও ধরা পড়ছে ইলিশ। দামও অনেক ভালো। ঝাটকা ২৬০ থেকে ৩৮০টাকা ৫০০গ্রাম ওজনের চেয়ে বেশি ৭০০ থেকে ৮০০ টাকা ১কেজি থেকে উপরে ১২০০শ টাকা থেকে ১৪০০ শ টাকা এতে জেলেরা অনেক খুশি। জেলেদের দাবি, যথাসময় অভিযান না দেয়ায় মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। এ কারণে মাছে ডিম রয়েছে।

2 13 পায়রায় ধরা পড়ছে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ
পায়রায় ধরা পড়ছে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ 39

নিষেধাজ্ঞার এ সময়ে আমতলীর পায়রা নদীতে ৯টি মোবাইল কোট ও ৭১টি অভিযান পরিচালনা করে ১.১.৬ লাখ মিটার জাল ও ৬টি মামলায় দায়ের করা হয়েছে। ২জন জেলেকে জেল- ও মোবাইল কোর্টে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় বলে জানিয়েছেন উপজেলা মৎস্য বিভাগ।

এদিকে উপজেলা মৎস্য অফিসার হালিমার সরদার জানান,. প্রশাসন, পুলিশও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এবারের অভিযান সফল হয়েছে। মধ্য রাত থেকে নদীতে নামছে জেলেরা। তাদের জালে প্রচুর পরিমাণ ইলিশ, ধরা পড়ছে। এতে তারা অনেক খুশি। গত বছর শীতে প্রচুর মাছ পাওয়া গেছে। এবারও সে অনুযায়ী মাছ আরো বেশি ধরা পড়বে বলে আশা করেন তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!