সুপার টুয়েলভে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

শঙ্কা কাটিয়ে সুপার টুয়েলভের মিশনে পৌঁছেছে বাংলাদেশ দল। আইসিসির নিয়ম পরিবর্তন এবং গ্রুপ পর্বে রানার্সআপ হওয়ায় এবার তাদের সঙ্গী শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দল। আগামী ১২ দিনের মাঝে আসরটির মূল পর্বের ৫টি ম্যাচ খেলবেন টাইগাররা। আজ সেমিফাইনালে ওঠার পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়বেন মাহমুদউল্লাহ-সাকিবরা।

সংযুক্ত আরব আমিরাতে শারজায় বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচে খুব বেশি আতঙ্ক নেই। তবে প্রত্যাশা, প্রতিপক্ষ আর কন্ডিশনের সঙ্গে পরিচিতি থাকার সুবিধা পাবে বাংলাদেশ। সেই সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বে দারুণ শুরু করবে টাইগাররা এমন আশা টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর।

এর আগে, টি-টোয়েন্টিতে লংকানদের সঙ্গে ১১ বারের দেখায় চারবার জিতেছে বাংলাদেশ। বাকি ৭টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলংকা। তবে আশার খবর হলো, মুখোমুখি শেষ দুই ম্যাচের দুটিতেই লংকানদের হারিয়েছে বাংলাদেশ। সেটাও আবার তাদের মাটিতে। ফলে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মাহমুদউল্লাহরা কিছুটাও এগিয়ে থাকবেন। তাছাড়া গ্রুপ পর্বে টানা দুই জয়েও টাইগাররা রয়েছে বেশ ছন্দে।

তবে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে ঠিকঠাক ভাবে পাওয়ার প্লে কাজে লাগাতে পারছেন না। বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন ডোমিঙ্গোও। তিনি মনে করেন দলকে বড় স্কোর গড়ার ভিত গড়তে প্রথম ছয় ওভারকে কাজে লাগাতে হবে। তবে সুপার টুয়েলভের শুরুতেও বাংলাদেশ কোচ ভরসা রাখছেন নাঈম-লিটনের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানালেন, ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসছে না। পরিবর্তন নাও আসতে পারে গত ম্যাচের একাদশে। তবে কোচের দুর্ভাবনার পুরোটাই ব্যাটিং নিয়ে।

কোচ ডোমিঙ্গো বলেন, ‘আমার মনে হয়, সব সময়ই প্রতিটি বিভাগে উন্নতির জায়গা থাকে। আমরা জানি, ব্যাট হাতে শুরুতে, মাঝে কিংবা শেষে আমরা এখনো জ্বলে উঠতে পারিনি। বল হাতে আমরা যেমন করছি, তাতে আমি খুশি। ফিল্ডিংয়েও বেশ ভালো করছি আমরা।’

লংকান বধের লক্ষে শেষ সময়ের অনুশীলনে মাহমুদউল্লাহ-মুশফিকরা। ছবি: বিসিবি।

তবে মন্থর উইকেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রেখেছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা, ‘আমরা কাল খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি সবাই জানে। আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।’

তবে টাইগার কোচ নিজের দলকে রাখলেন এগিয়ে। তিনি বলেন, ‘দক্ষতাসম্পন্ন বোলার ও কিছু বিপদজনক ব্যাটসম্যানদের নিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। আমাদের আছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার। এই ধরনের কন্ডিশন আমাদের সঙ্গে মানানসই। শারজার উইকেটগুলো ঢাকার মতোই। আশা করি সেটা কালকের ম্যাচে আমাদের সহায়তা করবে।’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!