করোনাঃ বিশ্বে আক্রান্ত ছাড়াল ২৪ কোটি ৩২ লাখ, মৃত্যু ৪৯ লাখ ৪৪ হাজার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। প্রতীকী ছবি

করোনায় বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছে অনেকে। প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। দুনিয়াজুড়ে এখন পর্যন্ত ২৪ কোটি ৩২ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৩২৬। এর মধ্যে ৪৯ লাখ ৪৪ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি চার লাখ ২৪ হাজার ৫৮৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। বিশ্বজুড়ে সংক্রমণের মাত্রা কমে আসায় অনেক দেশেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। তবে এখনও মাস্ক পরা ও টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৬১ লাখ ৭১ হাজার ২৮২। মৃত্যু হয়েছে সাত লাখ ৫৩ হাজার ৭২৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১। এর মধ্যে চার লাখ ৫৩ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৩৪১। এর মধ্যে ছয় লাখ চার হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭। এর মধ্যে ২৭ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!