শাহজাদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

শামছুর রহমান শিশির
শামছুর রহমান শিশির
2 মিনিটে পড়ুন

গতকাল রোববার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সালাম মেম্বর ও সাবেক মেম্বর গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

আহতরা হলেন, হাজী আফাজ (৭০), আনোয়ার (৪০), ফালাবিদ্ধ লাল (৫০), ফালাবিদ্ধ জুলফি (২৩), ফালাবিদ্ধ শাহাদত (৪৫), হায়াত আলী (৪০), ওহাব (৫৫), হাফিজুল (৫০), সৈয়দ (৪০), স্বপন (৫৫), ফালাবিদ্ধ ইদ্রিস সরদার (৫০), ইব্রাহিম সরদার (৫৫) ও জাহাঙ্গীর সর্দার (৩৫)। এদের মধ্যে ফালাবিদ্ধ ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের এনায়েতপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে আব্দুর রহিম স্বপন, আব্দুল সর্দারেরসহ ৪/৫ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই দলের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, আনিছুর হত্যা মামলা সংক্রান্তপূর্ব বিরোধের জের ধরে এ দিন দুপুরে সালাম মেম্বর গোষ্ঠীর সমর্থক আনিছুর হত্যা মামলার স্বাক্ষী হাজী আফাজ ও আনোয়ার শাহজাদপুর থেকে বাড়ি ফেরার পথে উল্টাডাব পৌঁছালে আনিছুর হত্যা মামলার বিবাদীপক্ষ সাবেক মেম্বর গোলাম মোস্তফার সর্মথক রাজু, রোকন, ইদ্রিসসহ ১৫/২০ জন তাদের গতিরোধ করে বেধড়ক মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে সালাম মেম্বরের সমর্থকেরা ঘটনাস্থলে ছুঁটে এলে দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!