পুঁজিবাজারের তালিকাভুক্ত ফাইনান্স খাতের প্রতিষ্ঠান বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২০ আর্থিক বছরের জন্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য বে লিজং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গতবছর ৭.৫% শতাংশ নগদ ও ২.৫% শতাংশ বোনাস মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১.১৪ টাকা, যা আগের বছর ছিল ১.০৭ টাকা । আলোচিত বছরে কোম্পানিটির (উল্লেখযোগ্য পরিমান ক্যাশ ফ্লো বেড়েছে) শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫.৯৪ টাকা। যা আগের বছর ছিল মাত্র ০.৬৯ টাকা । গত ৩১ ডিসেম্বর ২০২০ আর্থিক বছরের কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.৮০ টাকা , যা আগের বছর ছিল ১৯.৩২ টাকা।
আগামী ১৮ ই অক্টোবর রেকর্ড ডেট। আগামী ৪ নভেম্বর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আগামিকাল ২৯,০৯,২০২১ তারিখে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নোলিমিড প্রাইজে লেনদেন হবে।