21.3 C
Drøbak
শুক্রবার, জুলাই ১, ২০২২
প্রথম পাতাবিবিধমঙ্গল গ্রহে ভূমিকম্প

মঙ্গল গ্রহে ভূমিকম্প

গত শনিবারের ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ইনসাইট ল্যান্ডার রোবট মঙ্গল গ্রহের খালি ধূলো সমভূমিতে নীরবে অবস্থান করছিল। হুট করেই তা কাঁপতে শুরু করে।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা ধরে তা কেঁপেছে। ওই রোবট কম্পনের তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। নাসার বিজ্ঞানীরাও বুঝতে পেরেছেন, এতদিন তারা যে ঘটনার জন্য অপেক্ষা করছিলেন- তা ঘটেছে। আর সেটা বড় ধরনের ভূমিকম্প।

ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা।

কিছুদিন আগে আরো দুটি বড় ভূমিকম্প হয়েছে। গত ২৫ আগস্ট রোবটটি দুটি ভূমিকম্পের সঙ্কেত পাঠিয়েছিল। তার মধ্যে একটি ছিল ৪ দশমিক ২ মাত্রার এবং অন্যটি ৪ দশমিক ১ মাত্রার।

সূত্র: বিজনেস ইনসাইডার

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।