কলেজ ছাত্র হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বরিশালের উজিরপুরে কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ফাঁসি প্রাপ্তরা হলেন- মামলার প্রধান আসামি দাদা বাহিনীর প্রধান জিয়াউল হক লালন ও রিয়াদ সর্দার।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা দায়েরা জজ আদালতের বিচারক টিএম মুসা।

মামলার নথি অনুযায়ী জানা গেছে, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ সন্ত্রাসী দলটি চাঁদার দাবিতে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত সোহাগ সেরনিয়াবাতকে কুপিয়ে হত্যা করে।

এসময় সোগের সঙ্গে থাকা বন্ধু সাইফুল ইসলামকে আহত করে। এঘটনায় সোহাগ সেরনিয়বাতের মামা খোরশেদ আলম বাদী হতে উজিরপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর ১৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৩১ জনের স্বাক্ষী গ্রহণ করে এই রায় প্রদান করেন।

এই রায়ে সোহাগ সেরনিয়াতাদের বাবা ফারুক সেরনিয়াবাত বলেন, রায়ে সন্তুষ্ট বটে, তবে উচ্চ আদালতেও যেনো এই রায় বহাল থাকে। তাহলে তার ছেলের আত্মা শান্তি পাবে।

এ রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার আইনজীবী একেএম আরিফুর রহমান বলেন, অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। আর যার যার অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এটাই স্বাভাবিক। তারই ধারাবাহিকতায় উজিরপুরে কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ই প্রমাণ করে অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!