পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭ টি মিচুয়াল ফান্ডের মধ্যে ৩০ টি জুন ক্লোজিং। ইতি মধ্যে ৩০ টির মধ্যে ১৬ টি মিচুয়াল ফান্ডের লভ্যাংশের খবর পাওয়া গিয়েছে।
এখন পর্যন্ত যে ১৬ টি মিচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা দিয়েছে, তার মধ্যে বেশির ভাগেরই গত বছরের চেয়ে অনেক ভালো লভ্যাংশ ঘোষণা দিয়েছে।


জুন ক্লোজিং বাকি ১৪ টি মিচুয়াল ফান্ডের, লভ্যাংশ ঘোষণার তারিখ এখনো জানায়নি। উল্লেখ্য ৩৭ টি মিচুয়াল ফান্ডের মধ্যে,৩ টি ডিসেম্বর ক্লোজিং, ২ টি সেপ্টেমবরে ক্লোজিং, ২ টি মার্চ ক্লোজিং।