আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ১৩৫৪.৭০ কোটি টাকা। গতদিনের মোট ট্রেড ভলিউম ছিল ১২৬৪.৪৯ কোটি টাকা। আজ গতদিনের চাইতে ট্রেড ভলিউম বেশি হয়েছে ৯০.২১ কোটি টাকা।

আজ দাম বেড়েছে ১১৬ টি কোম্পানির। দাম কমেছে ২৩৭ টি কোম্পানির। দাম অপরিবর্তিত ছিল ২২ টি কোম্পানির। আজ ডিএসই তে মোট ৩৭৫ টি কোম্পানির লেনদেন হয়েছে। আজ দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯.১৭ পয়েন্ট বেড়ে ৬৪২৪.২১ পয়েন্টে অবস্থান করছে।
ব্লক ট্রেড আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩৬ টি কোম্পানির।
আজ ব্লকে মোট ট্রেড হয়েছে ৮৮.১৩ কোটি টাকা, গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ২০.৬৪ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে ট্রেড বেশি হয়েছে ৬৭.৪৯ কোটি টাকা।

ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১২৬৬.৫৭ কোটি টাকা। যা গতকাল ছিল ১২৪৩.৮৫ কোটি টাকা। আজ মূল মার্কেটে গত দিনের চেয়ে ট্রেড বেশি হয়েছে ২২.৭২ কোটি টাকা। আজকে ব্লকে উল্লেখযোগ্য ট্রেড হয়েছে, ন্যাশনাল লাইফ, ফরচুন, জিবিবি পাওয়ার, বিয়াকন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং ইত্যাদি কোম্পানির।আজ টাকার দিক দিয়ে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ, ফরচুন, জিবিবি পাওয়ারের।
ঈদ পরবর্তি বাজারে আজ টপ ২০ গেইনিং লিস্ট ছিল পুরোপুরিভাবে মিশ্রিত। আজ সেক্টরাল বিচারে সিমেন্ট খাতের আধিপত্য ছিল।