নাটোরে পেয়ারা বাগান কাটলো দুর্বৃত্তরা: ১৫ লাখ টাকার ক্ষতি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া এলাকায় কৃষক আতিকুর রহমানের লিজ নেওয়া ১৪ বিঘা জমির মধ্যে ১০ বিঘা জমির পেয়ারা গাছ কেটেছে দুর্বৃত্তরা। গত ২০ জুলাই দিবাগত রাতে এসব গাছ কর্তন করে দুর্বৃত্তরা বলে জানিয়েছে ভুক্তভোগী।

২১ জুলাই বিকেলে জমিতে গিয়ে গাছগুলো শুকিয়ে যেতে দেখেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ‘আমি ৬ মাস আগে লিজ নেওয়া ১৪ বিঘা জমিতে প্রায় ১৮০০’শ পেয়ারা গাছের চারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছগুলোতে ফুল ধরবে, আশা ছিলো প্রথম বছর অনেক টাকা লাভ হবে।

কিন্তু ঈদের দিন বিকেলে জমিতে গিয়ে দেখি বাগানের অধিকাংশ গাছ শুকিয়ে গেছে। আবার কিছু কিছুু গাছ কাটা পড়ে রয়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এতে আমার পরিবারের ঈদ মাটি হয়ে গেছে।

ফল চাষ লাভজনক হওয়ায় আমার পরিবারের পরামর্শে ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছিলাম।২৫ হাজার টাকা বিঘাপ্রতি হিসাবে ১৪ বিঘা জমি লিজ নিয়েছি, ফলের বাগার করার জন্য। জেলার বিভিন্ন উপজেলা আমার ফলের বাগান রয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো বাগাতিপাড়ায় আমার বিরাট ক্ষতি হয়েছে।’

- বিজ্ঞাপন -

এই ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ও কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেছেন।এ ব্যপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ‘শত্রুতা বসত ঘটনাটি ঘটানো হয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!