ইদের ছুটির পরে আজ শেয়ার বাজারের প্রথম দিন, প্রথম দিনেই আজ রবিবার ৩ টি কোম্পানির স্পটে ট্রেড হবে।
POPLARLIFE এর আজ শেষ স্পট ট্রেড হবে। আগামি কাল রেকর্ড ডেট। ৪০% নগদ লভ্যাংশ দিয়েছিল।
PURABIGEN এর আজ স্পট ট্রেড শুরু হবে। আগামি মঙ্গলবার ২৭ জুলাই রেকর্ড ডেট। ০৫% নগদ লভ্যাংশ ও ০৫% বোনাস লভ্যাংশ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
SONARBANINS এর আজ স্পট ট্রেড শুরু হবে। আগামি মঙ্গলবার, ২৭ জুলাই রেকর্ড ডেট। ১৫% নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ এই ৩ টি কোম্পানি স্পটে ট্রেড হবে।