পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যে আটটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে।এখন পর্যন্ত যে ৮ টি ব্যাংকের ইপিএস ঘোষণা দিয়েছে, তারমধ্যে আইসিবি ইসলামি ব্যাংক (লোকসানে আছে) বাদে বাকি ৭ টি ব্যাংকই চমৎকার ইপিএস ঘোষনা দিয়েছে।

এছাড়া আরোও ১১ টি ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ ঘোষনা করেছে। ২৫ জুলাই ১ টি, প্রাইম ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস ঘোষনা করবে ২৬ জুলাই ১ টি, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস ঘোষনা করবে, ২৭ জুলাই ৩ টি, ডাসবাংলা ব্যাংক, ইবিএল ও স্ট্যান্ডার্ড ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস ঘোষনা করবে।

২৮ জুলাই ৫ টি, যমুনা ব্যাংক, এমটিবি, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস ঘোষনা করবে, ২৯ জুলাই ১ টি, ব্রাক ব্যাংক ২য় প্রান্তিক ইপিএস ঘোষনা করবে। এছাড়া এখনো ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানায়নি ১৩ টা ব্যাংক, সেগুলি হলো এবি ব্যাংক, আল আরাফা, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, আই এফ আইসি, ইসলামি ব্যাংক, এন বি এল, এন আর বি সি, প্রিমিয়ার ব্যাংক, রুপালি ব্যাংক, এস আই বি এল ও সাউথইস্ট ব্যাংক।
বিনিয়োগের জন্যে এই মুহূর্তে ব্যাংক সেক্টর সমগ্র সবচাইতে ভালো অবস্থানে আছে।