পুঁজিবাজারে তালিকা ভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড( BERGERPBL) ৩১ মার্চ ২০২১ সমাপ্ত অর্থ বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য কোম্পানিটি গতবছর ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। মহামারি করোনার মধ্যে এ বছর গত বছরের চেয়ে ৮০ শতাংশ নগদ লভ্যাংশ বেশি দিল কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে বার্জার পেইন্টসের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫৮.০৩ টাকা।

আগের বছর সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS ) ছিল ৫২. ২২ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২.১০ টাকা। আগের বছর ছিল ৮১.৯০ টাকা।
৩১ মার্চ তারিখে সমন্বিত ভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩২.৭৮ টাকা। আগামী ১৬ আগস্ট রেকর্ড ডেট এবং ৬ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আগামি রবিবার ২৫ জুলাই ২০২১ তারিখে কোম্পানিটি নোলিমিড প্রাইজে লেনদেন হবে।