অবশেষরূপে শুরু হলো ইন্সুরেন্স সেক্টরের দ্বিতীয় প্রান্তিক ইপিএস ঘোষনা। এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের দ্বিতীয় প্রান্তিক(এপ্রিল-জুন ২১)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৬৯ টাকা। সে হিসাবে গত ৩ মাসে আগের বছরের চেয়ে ইপিএস বেড়েছে ৩০% শতাংশ। গত ৬ মাসে(জানুয়ারি-জুন ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা।
গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৫১ টাকা। সে হিসাবে গত ৩ মাসে আগের বছরের চেয়ে ইপিএস বেড়েছে ৩০% শতাংশ। শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য(এনএভি)হয়েছে ২২.৭৯ টাকা। যা আগের বছর ছিল ২১.১৭ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির(NOCFPS)নেট অপারেশন ক্যাশ ফ্লো হয়েছে ২.৩৯ টাকা, গত বছর ৬ মাসে ছিল ১.৭১ টাকা। আজকের ক্লোজিং দাম হিসাবে কোম্পানির PE হলো ১৭.৩৩।