আজ ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪০ টি কোম্পানির। আজ ব্লকে মোট ট্রেড হয়েছে ৯৩.৭৪ কোটি টাকা, গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ৯৬.২৯ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে ট্রেড কম হয়েছে ২.৫৫ কোটি টাকা।

ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১৪৮৩.৮২ কোটি টাকা। যা গতকাল ছিল ১৬৯৩.৪৫ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে ট্রেড কম হয়েছে ২০৯.৬৩ কোটি টাকা। আজকে ব্লকে উল্লেখযোগ্য ট্রেড হয়েছে, সাপকো স্পিনিং, সোনালি পেপার, ফরচুন, বেক্সিমকো, বিএটিবিসি ইত্যাদি। আজ টাকার দিক দিয়ে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএটিবিসি ও সোনালি পেপারের।