নাটোরের বড়াইগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
চেয়ারম্যান মোজাম্মেল হক তোজাম

আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অভিযুক্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক তোজামের বিরুদ্ধে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুশমাইল গ্রামে কবরস্থান অভিমুখে ২৪৭ মিটার “মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে” হেরিং বন্ড (এইচবিবি) রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তাটি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক নিজেই নির্মান করছেন।

জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় কুমার চাকি বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৮ লাখ ৫১ হাজার ৫ শত ৩২ টাকা ব্যায়ে ২৪৭ মিটার রাস্তা নির্মান কাজ করছেন চেয়ারম্যান নিজেই। বক্স কেটে ৪ ইঞ্চি করে বালি দিয়ে ১ নম্বর ইট দিয়ে টাইট করে নির্মাণ করতে হবে।

মঙ্গলবার নাম প্রকাশ না শর্তে একজন এলাকাবাসী অভিযোগ করে জানান, রাস্তার নিচে দেড় থেকে দুই ইঞ্চি ফাঁকা নিম্ন মানের ইট ব্যাবহার করা হচ্ছে। সেটা আড়াল করতে সঙ্গে সঙ্গে বালি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সাথে উপরে ইট বিছিয়ে এইচবিবি কর করা হচ্ছে। উভয় ক্ষেত্রেই নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

স্থানীয় প্রত্যক্ষদর্শী হাবিবুর জানান, প্রথমে রাস্তা কেটে বালি দিয়ে অর্ধেক ভাঙ্গা ইট বিছিয়ে কাজ করা হচ্ছে। শ্রমিকদের প্রধান মোহাম্মদ আলী বলেন, আমাকে চেয়ারম্যান যে ভাবে কাজ করতে বলেছে আমি সেই ভাবে কাজ করছি।

প্রকল্পের সভাপতি সংরক্ষিত ইউপি সদস্য জামিরন বেগম বলেন, ‘আমি কিছু জানি না। চেয়ারম্যান আমাদেরকে নাম মাত্র সভাপতি করে কাজ করছেন।
’ ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে’।

স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) গোলাম রাব্বী পিএএ জানান, ‘রাস্তা যখন পরিদর্শন হবে তখন ভাল করে দেখব’।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!