আজ বৃহস্পতিবার ১লা জুলাই ২০২১ থেকে ০৪ জুলাই ২০২১ আগামি রবিবার পর্যন্ত ৪ দিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। আগামি সোমবার ০৫ জুলাই ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।

ব্যাংকের পাশাপাশি শেয়ার মার্কেটের লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত। আগের মতোই প্রিওপেনিং (৯.৪৫ থেকে ১০ টা) ও পোস্ট ট্রেডিং চলবে (১ টা থেকে ১.১৫ টা পর্যন্ত) ১৫ মিনিট ।

গতকাল বুধবার ৩০ শে জুন ২০২১ বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পৃথক পৃথক ভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। উভয় প্রতিষ্ঠানের প্রজ্ঞাপনে বলা হয়েছে ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে। এছাড়া লকডাউনের বিধিনিষেধ চলাকালে প্রতি রোববারও ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে।