চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতক সহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
ছবি: সাময়িকী

পটুয়াখালী জেলার কলাপাড়ায় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকসহ এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত রুনা (২০) উপজেলার নীলগঞ্জ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ।

জানা গেছে, শুক্রবার (২৫জুন) প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে রুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত নার্স অনেক চেষ্টা করার পরও বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি।

এরপর নার্সদের পরামর্শে তারা হাসপাতালের আবাসিক চিকিৎসক জুনায়েদ খান লেলিনের কাছে যায়। তার পরামর্শে রুনাকে তার ব্যক্তি মালিকানাধীন কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

ওইদিন রাতেই রুনার সিজার করে সন্তান প্রসব করান ডাক্তার লেলিন।

পরদিন শনিবার (২৬জুন) সকালে নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করে এবং ওই দিনই মারা যায় নবজাতক ।

এরপর রবিবার (২৭জুন) রাত ৮টায় ডাক্তার লেলিনের ভাড়া করা গাড়িতে করে প্রসূতি-মা রুনাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
সেখানে সোমবার (২৮জুন) ভোররাতে সেখানে মারা যায় রুনা।

রুনার স্বামী জসিম উদ্দিন বলেন, লেলিনের ভুল চিকিৎসায় তার নবজাতক সহ স্ত্রীর মৃত্যু হয়েছে। সিজারের সময় নবজাতকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কেটে যাওয়ার বড় ক্ষত ছিল।

সিজারের পর সেলাই না করে স্কচটেপ দিয়ে কাটা জায়গা আটকে দেয়া ছিল।

এ বিষয়ে জানার জন্য হাসপাতালের আবাসিক চিকিৎক জুনায়েদ খান লেলিনের চেম্বারে গেলে চেম্বার বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!