কঠোর লকডাউন শুরুর আগে আগামী তিন দিনের বিধি-নিষেধে কি কি খোলা থাকবে, কি কি বন্ধ থাকবে, তা জানিয়েছে সরকার।
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
এই বিধি-নিষেধের মেয়াদ শেষে, আগামি ১ লা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে সারাদেশে
“কঠোর লকডাউন” জারির ঘোষণা শুক্রবার দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার জানানো হয়, সেই লকডাউন ১ জুলাই থেকে শুরু হবে।এর পরিপ্রেক্ষিতে আগের তিন দিনের বিষয়ে নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ জানাল।

নির্দেশনা অনুযায়ী
১। কাল সোমবার থেকে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে।
২। সকল শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৩। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে পারবে।যা অনলাইন ডেলিভারির আওতাভুক্ত।
৪। সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। সেই সব কর্মচারীদের অফিসের ব্যবস্থাপনায় আনতে হবে।
৫। জনসাধারণকে মাস্ক পরার জেন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে প্রয়োজনে আইনে ব্যবস্থা নিতে হবে। সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন