17.5 C
Drøbak
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২
প্রথম পাতাশেয়ার বাজারশেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর

শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর

আজ রবিবার ২৭-০৬-২০২১

আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ১৭৪০.১৮ কোটি টাকা। গতকালের ট্রেড ভলিউম ছিল ১৫৯৭.৯৫ কোটি টাকা। আজ, গতদিনের চাইতে ট্রেড ভলিউম বেশি হয়েছে ১৪২.২৩ কোটি টাকা।

গতদিনের চাইতে আজ ট্রেড ভলিউম বেশি হয়েছে মূলত ব্লকে রেনেটা, ইবিএল, স্কয়ার ফার্মা ও ব্যাটবিসি সহ বেশ কিছু শেয়ারের বড় ব্লকে ট্রেড হবার জন্যে।

1 23 শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 11

আজ দাম বেড়েছে ৫৪ টি কোম্পানির।
দাম কমেছে ৩০৬ টি কোম্পানির।

দাম অপরিবর্তীত ছিল ১২ টি কোম্পানির।

আজ ডিএসই তে মোট ৩৭২ টি কোম্পানির ট্রেড হয়েছে।

ব্লক ট্রেড আজ ৬১ টি শেয়ারের ব্লকে মোট ট্রেড হয়েছে ২২০.০৪৪ কোটি টাকা, গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ৩৯.৪৮ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ১৮০.৯৬ কোটি টাকা। ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১৫১৯.৭৪ কোটি টাকা। যা গতকাল ছিল ১৫৫৮.৪৭ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে ট্রেড কম হয়েছে ৩৮.৭৩ কোটি টাকা। ফাইনালি দিনশেষে আজকে ইন্ডেক্স কমেছে – (১০০.১০) এবং ৫৯৯২.৭৩ ইন্ডেক্সে মার্কেট ক্লোজ হয়েছে। আজ অনেকদিন পরে ইন্ডেক্স ৬০০০ এর নিচে গেল।

2 21 শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 12

আজ শুরুতেই প্রায় সব শেয়ারেরই ডাউন ট্রেন্ড ছিল। শুরুতেই করোনার জন্যে লকডাউন আতঙ্কে আতঙ্কিত হয়ে বিক্রি চাপে পরে। ঘন্টা খানেক পরে মার্কেট ঘুরে দাড়াতে চেস্টা করলেও টেক্সটাইল সেক্টর ব্যতীত আর কোন শেয়ারই দাঁড়াতে পারেনি, যার ফলে সারাদিন আজকে ইন্ডেক্স নেগেটিভ থাকে এবং শেষ ঘণ্টাতে ব্যাপক বিক্রি চাপের জন্যে আজ ১০০ ইন্ডেক্সের পতনে দিন শেষ করে।

204277948 5963894873651195 3490140606472534439 n 1 শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 13

আজকের এই পতনের মার্কেটে টপ ২০ গেইনিং লিস্ট ছিল ট্রেক্সটাইল এর আধিপত্য। । আজ টপ অপ দি সেক্টর ছিল টেক্সটাইল।

204004158 932456787533743 3132155911976762412 n শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 14

নিন্মে সেক্টর ভিত্তিক বিশ্লেষণ :

১. ইন্সুরেন্স সেক্টর

গতদিন পুরো সেক্টর পজিটিভ ট্রেন্ডে থাকলেও, আজ পুরোপুরি ভাবে গত দিনের উল্টো ভূমিকা ছিল। আজ শুধুমাত্র ডেল্টা লাইফ ছাড়া কোন ইন্সুরেন্সই দেখার মতো পজিটিভ ছিলনা।

২. মিচুয়াল ফান্ড

আজ সবগুলি ফান্ড ই নেগেটিভ ট্রেন্ডে ছিল। তবে দেখেশুনে বিনিয়োগের জন্যে এই সেক্টর সমগ্র ভাল অবস্থানে আছে। আজ টপ ২০ গেইনিং লিস্টে কোন ফান্ড ছিল না।

৩. ব্যাংক সেক্টর

ব্যাংক সেক্টর সেক্টরসমগ্র গতদিন পজিটিভ ট্রেন্ডে থাকলে ও আজকে কোন উল্লেখ যোগ্য ট্রেন্ড ছিলনা। তবে মার্কেট ১০০ ইন্ডেক্স পতনের দিনেও ব্যাংক এক হিসাবে মাথা উচু করে দাড়িয়ে ছিল। আজ টপ ২০ গেইনিং লিস্টে কোন ব্যাংক ছিলনা। বর্তমান মার্কেটের সার্বিক বিশ্লেষণ করলে, বিনিয়োগের জন্যে চমকপ্রদ অবস্থানে ব্যাংক সেক্টর সমগ্র অবস্থান করছে। ব্যাংক সেক্টর সমগ্রের PE মাত্র ৭.২৮, আর মার্কেট PE ১৯.৭২

4.4 শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 15

৪. ফাইনান্স সেক্টর সমগ্রের আজ ও তেমন কোন উল্লেখযোগ্য ট্রেড ছিলনা। তবে এইখাতের শেয়ার গুলির আগামিতে ট্রেন্ডে ফিরবে মনে হচ্ছে।

৫. সিমেন্ট সেক্টর

সিমেন্ট সেক্টর সমগ্রের শেয়ার গুলির আজও তেমন কোন উল্লেখযোগ্য মুভমেন্ট লক্ষ করা যায়নি। সব গুলিই নেগেটিভ ছিল।

203788751 759774971369497 4514314506324974990 n শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 16

৬. ফুয়েল এন্ড পাওয়ার

এই সেক্টরের শেয়ার গুলির আজকে ও উল্লেখযোগ্য কোন ট্রেড দেখা যায়নি। তবে এই খাত বিনিয়োগ উপযোগী মনে হচ্ছে। আজ মার্কেট ১০০ ইন্ডেক্স পতনের দিনেও পাওয়ার সেক্টর সমগ্র এক হিসাবে মাথা উচু করে দাড়িয়ে ছিল। আজ টপ ২০ গেইনিং লিস্টে এই সেক্টরের কোন শেয়ার ছিলনা।। বর্তমান মার্কেটের সার্বিক বিশ্লেষণ করলে, বিনিয়োগের জন্যে চমকপ্রদ অবস্থানে এই সেক্টর সমগ্র অবস্থান করছে। এই সেক্টর সমগ্রের PE মাত্র ১১.৬৭,যেখানে মার্কেটের PE ১৯.৭২

৭. ফার্মা

ফার্মা সেক্টর সমগ্রের শেয়ারগুলির আজ ও তেমন কোন উল্লেখযোগ্য ট্রেড ছিল না। আজ টপ ২০ গেইনিং লিস্টে কোন ফার্মা কোম্পানি ছিলনা।

204751952 980585026085513 1511486784736937474 n 1 শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 17

৮. আইটি সেক্টর

আইটি সেক্টর সমগ্রে আজ ও উল্লেখ করার মত কোন ট্রেড ছিল না। গত দুই মাসের বাজার মুভমেন্টের সাথে আইটি সেক্টরের শেয়ারের তেমন কোনো পজিটিভ ট্রেন্ড এখনো দেখা যায়নি। তাই বর্তমান কারেকশন মার্কেটে বিনিয়োগের জন্যে আইটি সেক্টর নজরে রাখা যায়।

৯. টেক্সটাইল সেক্টর

টেক্সটাইল সেক্টর আজ মার্কেট পতনেও দারুন ভাবে পজিটিভ ট্রেন্ডে ছিল টেক্সটাইল সেক্টর সমগ্র। আজ টপ ২০ গেইনিং লিস্টে ১৫ টি কোম্পানি ছিল এই সেক্টরের, যা এক কথাতে অবিশ্বাস্য ব্যাপার ।

১০. বিবিধ

বিবিধ খাতের শেয়ার গুলির আজ উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা। সবগুলি নেগেটিভ ছিল।

203720560 2565553306923127 8203713323593633750 n শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 18

১১. ইঞ্জিনিয়ারিং

ইঞ্জিনিয়ারিং সেক্টর সমগ্রের শেয়ার গুলি বিক্রি চাপে ছিল সারাদিন। আজ একটি শেয়ার টপ গেইনিং লিস্টে ছিল।

১২. সিরামিক

সিরামিক সেক্টরের শেয়ার গুলি আজ ব্যাপক বিক্রি চাপে ছিল।

202951278 522658122387932 132309628484049086 n শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 19

১৩. ফুড সেক্টর

ফুড সেক্টর এর শেয়ার গুলির আজকের বাজার হিসাবে মোটামুটি রকম ভালো মুভমেন্ট ছিল,এই সেক্টরের শেয়ারগুলি পারফরমেন্স বিচারে উল্লেখযোগ্য কোন ট্রেড নেই অনেক দিন যাবত। আজ টপ গেইনিং লিস্টে এই সেক্টরের ১টি শেয়ার ছিলন।

১৪. টেলিকমিউনিকেশন

টেলিকমিউনিকেশন সেক্টরসমগ্রের শেয়ার গুলির আজ ও তেমন উল্লেখযোগ্য কোন ভূমিকা ছিল না। দেশের বিখ্যাত মোবাইল কোম্পানির ২ টি শেয়ার এই সেক্টরে। বিনিয়োগের জন্যে মোবাইল কোম্পানির শেয়ার গুলি ভালো অবস্থানে আছে।

204014981 170687274963571 8334048739224924462 n শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর
শেয়ার মার্কেটের চুম্বক খবরাখবর 20

১৫). ট্যানারি

ট্যানারি সেক্টর সমগ্রের আজ ও উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা। ২০২০ লকডাউনের পর থেকে এই সেক্টর সমগ্র চরমভাবে ক্ষতিগ্রস্ত।

১৬. সার্ভিস & রিয়ালস্টেট

সার্ভিস & রিয়ালস্টেট এর শেয়ার গুলির আজ ও উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা।

১৭. জুট

জুট সেক্টর সমগ্রের কোন শেয়ারেরই অনেকদিন তেমন কোন মুভমেন্ট নেই, তবে আজ এই সেক্টরের দাম না বাড়লেও ১ টি গ্রীন ছিল।

১৭. পেপার এন্ড প্রিন্টিং  

পেপার এন্ড প্রিন্টিং সেক্টর এর শেয়ার গুলির অনেকদিন যাবত কোন মুভমেন্ট ই নাই। এই খাতের ওটিসি থেকে আসা ২ টি কোম্পানি টপ গেইনিং লিস্টে ছিল। অবশ্য ট্রেড ভলিউম হাতে গোনা অল্প।

১৮. ট্রাভেল সেক্টর

ট্রাভেল সেক্টরের ৩ টি কোম্পানি অনেক দিন যাবত অবহেলিত। করোনা আসার পরে এই খাতটি একদম ঝিমিয়ে পরেছে।

আজকে অনেকদিন পরে পুরো মার্কেট জুড়ে আতঙ্ক ছিল সব শ্রেনীর বিনিয়োগকারীদের। মূল ইস্যু লকডাউ, লকডাউনে মার্কেট চলবে কি চলবে না এ নিয়ে ব্যাপক ভাবে দুশ্চিন্তায় ছিলেন সবাই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই বিষয়ে ক্লিয়ার হতে পারব। পরিশেষে বলি যেহেতু ব্যাংক খোলা থাকলে শেয়ার মার্কেট খোলা থাকবে, এই নির্দেশনা BSEC চেয়ারম্যান স্যার অঙ্গীকার করেছিলেন, তাই আমরা নিশ্চিন্তে থাকতে চেস্টা করি, পরবর্তী নির্দেশনার জন্য ।

মো. জসিম উদ্দিন তালুকদার এমদাদ
মো. জসিম উদ্দিন তালুকদার এমদাদ
মো. জসিম উদ্দিন তালুকদার এমদাদ, বিনিয়োগকারী, শেয়ার মার্কেট।
অন্যান্য নিবন্ধসমূহ

১ টি মন্তব্য

  1. কারো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন।ইনশাআল্লাহ যথাসাধ্য চেস্টা করব উত্তার দিতে।চুম্বক খবরাখবরে ব্যাপারে আপনাদের কোন মন্তব্য পা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন।

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।