আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ২০৩০.০৩ কোটি টাকা। গতকালের ট্রেড ভলিউম ছিল ২০১৭.৫৬ কোটি টাকা। আজ, গতদিনের চাইতে ট্রেড ভলিউম কম হয়েছে ১২.৪৭ কোটি টাকা। আজ *
দাম বেড়েছে ১৩৩ টি কোম্পানির।
দাম কমেছে ২১৭ টি কোম্পানির।
দাম অপরিবর্তীত ছিল ২২ টি কোম্পানির।
আজ ডিএসই তে মোট ৩৭২ টি কোম্পানির ট্রেড হয়েছে।

ব্লক ট্রেড আজ ৫৩ টি শেয়ারের ব্লকে মোট ট্রেড হয়েছে ১১৪.২২ কোটি টাকা,গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ৭৪.১২ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ৪০.১০ কোটি টাকা। ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১৯১৫.৮১ কোটি টাকা। যা গতকাল ছিল ১৯৪৩.৪৪ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে ট্রেড কম হয়েছে ২৭.৬৩ কোটি টাকা। ফাইনালি দিনশেষে আজকে ইন্ডেক্স কমেছে -(৬৯.৮৯) এবং ৬০৩৫.৮৪ ইন্ডেক্সে মার্কেট ক্লোজ হয়েছে। আজ টপ ২০ গেইনিং লিস্ট ছিল চরম মিশ্রিত । বেশ কয়েকবার চেইঞ্জ হয়েছে।আজ শুরুতে টপ অপ দি সেক্টর ট্রেক্সটাইল সেক্টর ছিল, তবে দিন শেষে কোন একক সেক্টর টপে ছিলনা, তবে আজ অনেকদিন বাদে মিচুয়াল ফান্ড সেক্টরসমগ্র পুরোপুরিভাবে পজিটিভ ট্রেন্ডে ছিল।

নিন্মে সেক্টর ভিত্তিক বিশ্লেষণঃ
১. ইন্সুরেন্স সেক্টর
টানা ৬ দিন যাবত বিক্রি চাপে আছে।আজকে দিন শেষে পুরো সেক্টর ব্যাপক বিক্রি চাপে ছিল।পুরো সেক্টরের আজ আত্র দুটি কোম্পানি গ্রীন ছিল টানা ৪ দিন টপ ২০ গেইনিং লিস্টে কোন ইন্সুরেন্স ছিলনা।
২. মিচুয়াল ফান্ড
গতকাল এই সেক্টরের ফান্ডগুলির মধ্যে কিছুটা পজিটিভ ট্রেন্ডে ফেরার আবাস দেখা গিয়েছিল, আজ মার্কেট কারেকশন দিলেও, এই সেক্টর সমগ্রের ব্যাপক তেজি ভাব লক্ষ্য করা গেল। দেখেশুনে বিনিয়োগের জন্যে এই সেক্টর সমগ্র ভাল অবস্থানে আছে।আজ টপ ২০ গেইনিং লিস্টে ৫ টি ফান্ড ছিল।
৩. ব্যাংক সেক্টর
গতদিন এই সেক্টরের কোন উল্লেখযোগ্য ট্রেন্ড দেখা না গেলেও, আজ মার্কেট কারেকশনের দিনে মাথা উচু করে দাড়িয়ে ছিল। বর্তমান মার্কেটের সার্বিক বিশ্লেষণ করলে বিনিয়োগের জন্যে চমকপ্রদ অবস্থানে ব্যাংক সেক্টর সমগ্র অবস্থান করছে। বর্তমানে ব্যাংক সেক্টরসমগ্রের PE ৭+

৪. ফাইনান্স
ফাইনান্স সেক্টর সমগ্রের আজ তেমন কোন উল্লেখ যোগ্য ট্রেড না হলেও এই খাতের শেয়ার গুলি বেশ পজিটিভ ট্রেন্ডে ছিল।
৫. সিমেন্ট সেক্টর সমগ্রের শেয়ারগুলির আজ তেমন কোন উল্লেখ যোগ্য মুভমেন্ট লক্ষ করা যায়নি।

৬. ফুয়েল এন্ড পাওয়ার
ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের শেয়ার গুলির আজকেও উল্লেখযোগ্য কোন ট্রেড দেখা যায়নি। তবে এই খাত বিনিয়োগ উপযোগী।
৭. ফার্মা
ফার্মা সেক্টর সমগ্রের শেয়ার গুলির আজ ও তেমন কোন উল্লেখ যোগ্য ট্রেড ছিল না। তবে কয়েকটি কোম্পানির কিছুদিন যাবত বেশ ভলিউম নিয়ে ট্রেড হতে দেখা যাচ্ছে।আজ টপ ২০ গেইনিং লিস্টে ২ টি কোম্পানি ছিল।
৮. আইটি

আইটি সেক্টর সমগ্রে আজ ও উল্লেখ করার মত কোন ট্রেড ছিল না।তবে মার্কেট পেক্ষাপট অনুযায়ী পজিটিভ ট্রেন্ডে ছিল। গত দুই মাসের বাজার মুভমেন্টের সাথে আইটি সেক্টরের শেয়ারের তেমন কোন পজিটিভ ট্রেন্ড এখনো দেখা যায়নি।
৯. টেক্সটাইল
টেক্সটাইল সেক্টর সমগ্রের শেয়ারগুলি , আজ দিনের শুরুতে মার্কেট এর মূল আকর্ষণ ছিল। কিন্তু দিনশেষে আধিপত্য ধরে রাখতে পারেনি, উপরন্তু ব্যাপকতর বিক্রি চাপে ছিল। আজ টপ ২০ গেইনিং লিস্টে ৩ টি কোম্পানি ছিল।
১০. বিবিধ খাতের শেয়ারগুলির আজ উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা।
১১. ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারিং সেক্টর সমগ্রের শেয়ার গুলি গতকাল ভালো অবস্থানে ছিল কিন্তু আজ বিক্রি চাপে ছিল সারাদিন। এই সেক্টর সমগ্রের বেশ কিছু শেয়ার ভালো করার মত অবস্থানে আছে।
১২. সিরামিক
সিরামিক সেক্টরের শেয়ার গুলির আজ অনেকদিন পরে ট্রেন্ড ছিল। আজ এই খাতের ২ টি শেয়ার টপ ২০ গেইনিং লিস্টে ছিল।
১৩). ফুড
ফুড সেক্টর এর শেয়ার গুলির আজ ভালো মুভমেন্ট ছিল, এই সেক্টরের শেয়ারগুলি পারফরমেন্স বিচারে উল্লেখ যোগ্য কোন ট্রেড নেই অনেক দিন যাবত। আজ টপ গেইনিং লিস্টে এই সেক্টরের ২ টি শেয়ার ছিল।
১৪. টেলিকমিউনিকেশন
টেলিকমিউনিকেশন সেক্টর সমগ্রের শেয়ার গুলির আজ ও তেমন উল্লেখ যোগ্য কোন ভূমিকা ছিল না। দেশের বিখ্যাত মোবাইল কোম্পানির ২ টি শেয়ার এই সেক্টরে। বিনিয়োগের জন্যে মোবাইল কোম্পানির শেয়ার গুলি ভালো অবস্থানে আছে।
১৫. ট্যানারি
ট্যানারি সেক্টর সমগ্রের আজ ও উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা। ২০২০ লকডাউনের পর থেকে এই সেক্টরসমগ্র চরমভাবে ক্ষতিগ্রস্ত। আজ টপ ২০ গেইনিং লিস্টে ১ টি শেয়ার ছিল।
১৬. সার্ভিস এন্ড রিয়ালস্টেট
সার্ভিস এন্ড রিয়ালস্টেটের শেয়ারগুলির আজ উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা।
১৭. জুট
জুট সেক্টর সমগ্রের কোন শেয়ারেরই অনেক দিন তেমন কোন মুভমেন্ট নেই, তবে আজ এই সেক্টরের দাম না বাড়লেও সবগুলি গ্রীন ছিল।
১৭. পেপার এন্ড প্রিন্টিং
পেপার এন্ড প্রিন্টিং সেক্টর এর শেয়ার গুলির অনেকদিন যাবত কোন মুভমেন্ট ই নাই। এই খাতের ওটিসি থেকে আসা ২ টি কোম্পানি টপ গেইনিং লিস্টে ছিল।অবশ্য ট্রেড ভলিউম হাতে গোনা অল্প।
১৮. ট্র্যাভেল
ট্রাভেল সেক্টরের ৩ টি কোম্পানি অনেকদিন যাবত অবহেলিত। করোনা আসার পরে এই খাতটি একদম ঝিমিয়ে পরেছে। তবে ইউনিক হোটেল শেয়ারটি কয়েকদিন দিন যাবৎ বেস্ট ট্রেন্ডে আছে ।আজ সিপারল শেয়ার টি টপ ২০ গেইনিং লিস্টে ছিল, শেয়ার টি টানা ডাউন ছিল অনেকদিন।

স্পট ট্রেডঃ
আগামি কাল স্পটে ট্রেড হবে ১ টি কোম্পানির।কোম্পানি টি হলো KARNAFULINS
রেকর্ড ডেট :
আগামি কাল রেকর্ড ডেটের জন্যে ট্রেড বন্ধ থাকবে ১ টি কোম্পানি, কোম্পানিটি হলো রিপাবলিক ইন্সুরেন্স।
মার্কেট সার্বিক বিশ্লেষণ করে দেখা গেল, অনেক পরে আজ মানুষের মাঝে আতংক দেখা, শেষ ৩০ মিনিট অজানা এক আতংকে মানুষ ব্যাপকতর বিক্রি চাপ বাড়িয়ে দেয়াতে আজ মার্কেটের ব্যাপক দরপতন হয়। বিশেষ দ্রষ্টব্যঃ গত ২ মাসের মার্কেট আপট্রেন্ড বড় পেইডের শেয়ার, ব্যাংক ও ফান্ডামেন্টাল বেইজ শেয়ারের তেমন কোন উল্লেখযোগ্য পজিটিব ট্রেড লক্ষ করা যায়নি।বিভিন্ন বিশেষজ্ঞদের মতে মার্কেট এর প্রকৃত উন্নয়নের জন্যে ভালো মানের শেয়ারের মুভমেন্ট হওয়া জরুরী, না হয় মার্কেটের তেজি ভা