দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)PE ২০.৬২। খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়,মিচুয়াল ফান্ড, ব্যাংক, সিমেন্ট, ফুয়েল-পাওয়ার, টেলিকমিউনিকেশন ও ফাইনান্স খাতসমূহ (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত পিই রেশিও (PE) ২০.৬২ এর নিচে অবস্থান করছে।

সার্বিক বাজার বিশ্লেষণ করলে বিনিয়োগের জন্যে ব্যাংক,মিউচুয়াল ফান্ড,সিমেন্ট ও ফুয়েল – পাওয়ার সেক্টর সমগ্র চমৎকার অবস্থানে আছে।