কোটিপতি নাপিত!

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন
ছবি সংগৃহীত

ব্যাঙ্গালোরের বাসিন্দা রমেশ বাবু বড় কোনও মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও-র মতো রোজ কোর্ট-প্যান্ট পরে, পারফিউম লাগিয়ে একেবারে টিপ-টপ হয়ে নিজের রোলস রয়েলস বা মার্সিডিজে চড়ে সেলুনে গিয়ে চুল কাটেন।

ইনিই ভারতের সব চেয়ে ধনী নাপিত। কোটি কোটি টাকার সম্পত্তির পাশাপাশি তাঁর আছে ৪৫০টি গাড়ি। যার মধ্যে ১২০টিই লাগজারি।

কিন্তু আশ্চর্য বিষয় হল, এত কোটি কোটি টাকা থাকা সত্বেও তিনি তাঁর সেলুনে চুল কাটার জন্য একজন কর্মচারীও রাখেননি, তিনি নিজেই তাঁর গ্রাহকদের চুল কাটেন।

Screenshot 20210619 220244 2 1 কোটিপতি নাপিত!
কোটিপতি নাপিত! 40

এই বিপুল সম্পত্তি রমেশ বাবু কিন্তু তাঁর পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাননি। তিনি নিজে উপার্জন করেছেন।

- বিজ্ঞাপন -

খুব ছোটবেলায় তিনি খুব কষ্টে কাটিয়েছেন। সামান্য টাকা রোজগারের জন্য বাড়ি-বাড়ি খবরের কাগজ বিলি করেছেন।

ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামের কাছে তাঁর বাবার একটি সেলুন ছিল। বাবা মারা যাওয়ার পরে যেহেতু সে তখন খুবই ছোট ছিল, তাই পরিবারের সব দায়িত্ব এসে পড়ে তাঁর মায়ের কাঁধে। তাঁর মা কয়েকটি বাড়িতে ঠিকে কাজের মাসি হিসেবে কাজ করে সংসার চালাতেন।

রমেশ বাবু যখন একটু বড় হন, তখন তিনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যাবসা শুরু করেন। তার থেকে বেশি কিছু টাকা দিয়ে তিনি তাঁর বাবার সেলুনটা নতুন করে সাজান।

সেই ঝাঁ-চকচকে অত্যাধুনিক সেলুনের প্রতি আকৃষ্ট হয়ে গ্রাহক আসতে থাকে। গ্রাহকের সংখ্যা মাত্র কয়েক দিনের মধ্যেই এত বেড়ে যায় যে, তাদের সামাল দেওয়ার জন্য তিনি এই ধরনের আরও অনেক সেলুন খুলতে বাধ্য হন।

সেলুনের পাশাপাশি তিনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসাও সমান তালে করতে থাকেন। এর পর এই দু’টি ব্যবসার লাভের টাকা থেকে তিনি‌ একের পর এক লাগজারি গাড়ি কিনে ভাড়া খাটাতে শুরু করেন।

- বিজ্ঞাপন -
Screenshot 20210619 220356 2 1 কোটিপতি নাপিত!
কোটিপতি নাপিত! 41

এখন তাঁর কাছে ৪৫০টি গাড়ি। তার মধ্যে আছে ৯টি মার্সিডিজ, ৬টি বিএমডাব্লু, একটা জাগুয়ার আর ৩টি অডি। রোলস রয়েলস ভাড়া দিয়ে তিনি এক-একদিনে ৫০ হাজারেরও বেশি টাকা আয় করেন।

রমেশ বাবু কোটি কোটি টাকার মালিক হওয়া সত্বেও তিনি আজও তাঁর বাবার সেলুনে প্রতিদিন দু’-ঘণ্টা করে চুল কাটেন। আর তার জন্য পারিশ্রমিক হিসেবে নেন মাত্র ১৫০ টাকা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!