আজ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) এর মোট লেনদেন হয়েছে ১৮৪৭.১৬ কোটি টাকা।
গতকালের ট্রেড ভলিউম ছিল ২১০৯.৬৮ কোটি টাকা।
আজ, গতদিনের চাইতে ট্রেড ভলিউম কম হয়েছে ২৬৩.৫২ কোটি টাকা।

আজ
দাম বেড়েছে ১০৭ টি কোম্পানির।
দাম কমেছে ২৩৭ টি কোম্পানির।
দাম অপরিবর্তীত ছিল ২৮ টি কোম্পানির।
আজ ডিএসই তে মোট ৩৭২ টি কোম্পানির ট্রেড হয়েছে।
ব্লক ট্রেড
আজ ৪৪ টি শেয়ারের ব্লকে মোট ট্রেড হয়েছে ৬১.১২ কোটি টাকা,গতকাল ব্লকে মোট ট্রেড হয়েছিল ৩০.৪৫ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ৩০.৬৭ কোটি টাকা।
ব্লকের ট্রেড বাদ দিলে আজকের মূল মার্কেটের ট্রেড ভলিউম ১৭৮৬.০৪ কোটি টাকা।
যা গতকাল ছিল ২০৭৯.২৩ কোটি টাকা।
সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে ট্রেড কম হয়েছে ২৯৩.১৯ কোটি টাকা।
ফাইনালি দিনশেষে আজকে ইন্ডেক্স পজিটিভ +১.০১ বেড়ে ৬০৫২.৭৫ ইন্ডেক্সে মার্কেট ক্লোজ হয়েছে।
আজ টপ ২০ গেইনিং লিস্ট মিশ্র ছিল।তবে টেক্সটাইল সেক্টর পাওয়ার সেক্টরসমগ্রের প্রধান্য ছিল বেশি।
ইন্সুরেন্স সেক্টর, আজ দিনের শুরুতে ইন্সুরেন্স সেক্টরের কিছুটা আধিপত্য থাকলেও , শেষ দিকে এসে বেশ বিক্রি চাপে পরে। আজ টপ ২০ গেইনিং লিস্টে ২ টি ইন্সুরেন্স ছিল।
মিচুয়াল ফান্ড গুলির গতকালের মতো আজ ও উল্লেখযোগ্য ট্রেড দেখা যায়নি।
ব্যাংক সেক্টর, আজ ও এই সেক্টরের কোন ব্যাংকের মুভমেন্টই ছিলনা।
ফাইনান্স সেক্টরসমগ্রের আজ ও তেমন কোন মুভমেন্ট ছিলনা। বেশ বিক্রি চাপে ছিল।
সিমেন্ট সেক্টরসমগ্রের শেয়ারগুলির তেমন কোন মুভমেন্ট লক্ষ করা যায়নি, তবে সারাদিন এই সেক্টরের শেয়ারগুলি আজ পজিটিব ছিল দাম বাড়ার ক্ষেত্রে।
ফুয়েল & পাওয়ার সেক্টরের মূল শেয়ারগুলির আজ অনেকদিন পরে পজিটিভ ট্রেন্ডে ছিল।
এই খাতের আজ ৪ টি কোম্পানি টপ গেইনিং লিস্টে ছিল।

ফার্মা সেক্টরসমগ্রের শেয়ারগুলির আজ ও তেমন কোন উল্লেখযোগ্য ট্রেড ছিল না।তবে কয়েকটি কোম্পানির কিছুদিন যাবত বেশ ভলিউম নিয়ে ট্রেড হতে দেখা যাচ্ছে।
আইটি সেক্টরসমগ্রে আজ ও উল্লেখ্ করার মত কোন ট্রেড ছিল না। গত দুই মাসের বাজার মুভমেন্টের সাথে আইটি সেক্টরের শেয়ারের তেমন কোনো পজিটিভ ট্রেন্ড এখনো দেখা যায়নি।

টেক্সটাইল সেক্টরসমগ্রের শেয়ারগুলি গতকাল ট্রেন্ডে থাকলেও আজ অনেকটা স্লো দেখা গেল।
যদিও আজ টপ গেইনিং লিস্টে ৫ টি কোম্পানি ছিল।তবে এর মধ্যে ওটিসি মার্কেট থেকে আসা ২ টি কোম্পানি ছিল।
বিবিধ খাতের শেয়ারগুলির আজ মিশ্র ট্রেড হতে দেখা গেল।
আজ এই খাতের BSC & NFML টপ গেইনিং লিস্টে ছিল।
ইঞ্জিনিয়ারিং সেক্টরসমগ্রের শেয়ারগুলি কয়েকদিন পজিটিভ ট্রেন্ডে থাকলেও যাচ্ছে কিছুটা স্লো হতে দেখা গেল।
গতকাল এই খাতের ৬ টি শেয়ার টপ গেইনিং লিস্টে ছিল, আজকে এই খাতের কোন শেয়ারই গেইনিং লিস্টে ছিলনা।

সিরামিক সেক্টরের শেয়ারগুলির আজ ও তেমন কোন ট্রেন্ড ছিল না।
ফুড সেক্টর এর শেয়ার গুলির অনেকদিন যাবত তেমন উল্লেখযোগ্য ট্রেড নেই,এই সেক্টরের শেয়ারগুলি পারফরমেন্স বিচারে উল্লেখযোগ্য কোন ট্রেড নেই অনেকদিন যাবত।
টেলিকমিউনিকেশন সেক্টরসমগ্রের শেয়ার গুলির আজ ও তেমন উল্লেখযোগ্য কোন ভূমিকা ছিল না। দেশের বিখ্যাত মোবাইল কোম্পানির ২ টি এই সেক্টরে।

ট্যানারি সেক্টরসমগ্রের আজ ও উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা। ২০২০ লকডাউনের পর থেকে এই সেক্টরসমগ্র চরমভাবে ক্ষতিগ্রস্ত।
সার্ভিস & রিয়ালস্টেট এর শেয়ারগুলির গতকাল ভালো মুভমেন্ট থাকলেও । আজ এই খাতের শেয়ারগুলির উল্লেখযোগ্য কোন ট্রেড ছিলনা।
জুট সেক্টরসমগ্রের কোন শেয়ারেরই তেমন কোন মুভমেন্ট ছিলনা।
পেপার& প্রিন্টিং সেক্টর এর শেয়ার গুলির অনেকদিন যাবত কোন মুভমেন্ট ই নাই।
এই খাতের ওটিসি থেকে আসা ২ টি কোম্পানি টপ গেইনিং লিস্টে ছিল। অবশ্য ট্রেড ভলিউম হাতে গোনা অল্প।
ট্রাভেল সেক্টরের ৩ টি কোম্পানি অনেকদিন যাবত অবহেলিত। করোনা আসার পরে এই খাতটি একদম ঝিমিয়ে পরেছে।

ফ্লোর তুলে দেয়া( ৯৬ টি) শেয়ার গুলির বেশিরভাগ ই সাভাবিক ট্রেডে ফিরে এসেছে।
স্পট ট্রেড, আগামি রবিবার স্পটে ট্রেড হবে ৫ টি কোম্পানির।কোম্পানি গুলি হলোঃ
1).ASIAINS
2).BATASHOE
3).GLOBALINS
4).TAKAFULINS
5).UNIONCAP
রেকড ডেট আগামি রবিবার রেকড ডেটের জন্যে CENTRALINS এর ট্রেড বন্ধ থাকবে।
আজকের খবর:
ফ্লোর সব শেয়ারের ফ্লোর তুলে দিল (বিএসইসি)এতদিন বাড়তে পারত ১০% কিন্তু কমার ক্ষেত্রে ছিল ২%। এই বাধ্যবাধকতা আর থাকছেনা।
বিএসইসি এবারের নির্দেশনায় শেয়ারের ক্ষেত্রে দর উঠা নামার ক্ষেত্রে নতুন সার্কিট ব্রেকার আরোপ করেছে।
দাম ১ থেকে ২০০ টাকা দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ১০%
দাম ২০০ থেকে ৫০০ টাকা দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ৮.৭৫ %
দাম ৫০০ থেকে ১০০০ টাকা দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ৭.৫০ %
দাম ১০০০ থেকে ২০০০ টাকা দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ৬.২৫%
দাম ২০০০ থেকে ৫০০০ টাকা দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ৫%
দাম ৫০০০ টাকার উপরের, দামের শেয়ারে দাম বাড়তে কমতে পারবে ৩.৭৫%
STANDARINS এর পরিচালক ৬,০৪,০০০ শেয়ার ক্রয়ের ঘোষনা দিয়েছে (ব্লক মার্কেটে) আগামী ৩০কার্যদিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন।
PREMIERBAN এর পরিচালক মি: নাহিয়ান হারুন ৫.৫০ লাখ শেয়ার বিক্রি করবে মূল মার্কেটে,আগামি ৩০ কার্যদিবসের মধ্যে,তার কাছে মোট ২,১৯,৮৫,৪৬৩ টি শেয়ার আছে।
BXSYNTH বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে, আগামী ২০ জুন, রবিবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।