শেরপুরে বিধবা নারীকে গণধর্ষণ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
2 মিনিটে পড়ুন
প্রতীকী ছবি

চাচাতো ভাইকে গাছে বেঁধে রেখে এক বিধবা নারীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের সজীব মিয়া (২১) ও বিল্লাল হোসেন (৪৫)।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর শহরে একটি কাজ শেষে ওই বিধবা তার এক চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি-বেতমারী ইউনিয়নের হাড়ুয়াপাড়া গ্রামে তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় লছমনপুর ইউনিয়নের ইলশা পৌঁছামাত্র ৪ দুর্বৃত্ত তাদের বহনকারী অটোরিকশার পথরোধ করে। এক পর্যায়ে ওই বিধবার চাচাতো ভাইকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সড়কের পাশের একটি গাছে বেঁধে রেখে তারা ওই বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় বিধবা ও তার ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং সজীব ও বিল্লাল নামে ২ জনকে আটক করে।

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার ওই বিধবাকে উদ্ধার করে এবং আটক ২ জনকে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় গণধর্ষণের শিকার ওই বিধবা নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে। এছাড়া ধর্ষণে শিকার ও বিধবার পরিধেয় বস্ত্র ডিএনএ টেস্টের জন্য জব্দ করা হয়েছে।

শেরপুর সদর থানার ওসি তদন্ত বন্দে আলী জানান, গতকাল শনিবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানার আদালতে গ্রেপ্তারকৃত আসামীদের হাজির করা হয়েছে এবং ৭দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বিচারক আগামী ১৬ জুন ওই বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ দিন দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই বিধবার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!