বরিশালের সাংস্কৃতিক জননীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

আরিফ আহমেদ
আরিফ আহমেদ
3 মিনিটে পড়ুন
ছবি সংগৃহীত

মা তুমি কোথায়?
তুমি ছাড়া সন্তানেরা
বড্ড অসহায়…

বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের তথা বরিশালের যুবসমাজের জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ এর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা তাঁর বিদেহী আত্মার প্রতি।

শুধু আমি বা আমরা নই তাবৎ বরিশাল তথা বাংলাদেশের মানুষ আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন তাঁকে। কারণ তিনি শুধু যে সাংস্কৃতিক অঙ্গনের পৃষ্ঠপোষকতা করেছেন তা নয়, একইসাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা লীগের সভাপতি দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের নারীদের অবিভাবক ছিলেন। ছিলেন ৭৫ এর নৃশংস ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ বরিশাল শহরের কাউনিয়া এলাকায় অভিজাত কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী মোখলেসুর রহমান। ছাত্র জীবন থেকেই বেগম সাহান আরা আব্দুল্লাহ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৯ সালে তিনি বরিশাল মহিলা কলেজের ভিপি নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। পঁচাত্তরের নৃশংস হত্যাযজ্ঞের বেঁচে যাওয়া গুলিবিদ্ধ একজন মা তিনি। যে মা সেদিন ঘাতকের গুলিতে তাঁর চার বছরের শিশু পুত্র সুকান্ত বাবুকে হারান। একইসাথে হারান শ্বশুর আবদুর রব সেরনিয়াবাত, ননদ বেবী সেরনিয়াবাত, দেবর আরিফ সেরনিয়াবাত, এবং ভাসুর শহিদ সেরনিয়াবাতকে।

বেগম সাহান আরা আব্দুল্লাহ একজন মহীয়সী নারী হিসেবে সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজ গুণাবলীতে। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যেমন যুক্ত ছিলেন, তেমনি ছিলেন সাংস্কৃতিক সংগঠনগুলোর অন্যতম পৃষ্ঠপোষক। তিনি বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন প্রান্তিক সংগীত গোষ্ঠীসহ আরো অনেক সাংস্কৃতিক সংগঠনের সাথে।

বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ ৭ জুন ২০২০ইং (রবিবার) রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিন ছেলে ও এক মেয়ে ছাড়াও বরিশালের সব ছেলে মেয়েকেই তিনি নিজ সন্তানের মতোই ভালোবাসতেন। তাই তাঁর প্রতি বরিশালের মানুষের শ্রদ্ধা অকৃত্রিম।

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুত্র বরিশাল সিটি করপোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ জুন থেকে ৯ জুন তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রয়াত সাহান আরা আব্দুল্লাহ এর স্বামী পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!