রাঙ্গাবালীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুর অনুমান আড়াইটার দিকে রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙ্গাবালী সদরের প্রাইভেট হাসপাতালে প্রেরন করেছে।

এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান বলেন, ’আমি বর্তমানে বরিশালে রয়েছি। থানার কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।’

রাঙ্গাবালী থানার ডিউটি অফিসার এসআই আল আমিন বলেন,’ এ বিষয়ে আহত ব্যবসায়ীর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর অনুমান আড়াইটার দিকে উপজেলার ফেলাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী লিমন প্যাদা’র উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী তনিক খন্দকার (২৫), জিয়া খন্দকার (৪৫), মাসুদ গাজী (৩০), মো: আরাফাত (২১) ও তসলিম (৫০)।

এসময় সন্ত্রাসীরা ব্যবসায়ী লিমন প্যাদা’র মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত ব্যবসায়ী মো: লিমন প্যাদা বলেন, ’শনিবার দুপুর অনুমান আড়াইটার দিকে রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী তনিক’র নেতৃত্বে আমার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’ ##

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!