বরিশালের নদী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টিকা দেবেন স্বাস্থ্যকর্মীরা

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
ছবি: প্রতীকী ও সংগৃহীত

বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৬ হাজার ৪ শ’ ৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। পক্ষ কালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে বরিশালের গনমাধ্যম কর্মীদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সিভিল সার্জন জানান, ৫ থেকে ১৯ জুন পর্যন্ত বরিশাল সদরসহ জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২শ’৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী এবং প্রতিটি উপজেলায় একটি অতিরিক্ত টিকাদান কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি টিকাদান কেন্দ্র করা হয়েছে। মোট ৪ হাজার ১শ’জন স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে।

এই সময়ে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৭৩ হাজার ৬ শ’ ৩৬জন শিশুকে ২ লাখ ওট ক্ষমতাসম্পন্ন ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩২ হাজার ৮শ’ জন শিশুকে ১ লাখ ওট ক্ষমতাসম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার ২১টি ইউনিয়ন নদী প্রধান হওয়ায় ওইসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। সরকারের এই কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল মানুষকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হোসেন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইব্রাহীম খলিল ও সৈয়দ জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ##

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!