চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৩টি নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৭১ শতাংশ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক।

এর আগে শুক্রবার নমুনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি। এদিকে করোনা পজিটিভের হার গত বুধবার ৭৭ শতাংশ থাকলেও বৃহস্পতিবার ৩৪ শতাংশে নেমে আসে। শনিবার (২৯ মে) তা বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। রোববার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদনে আরও বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে পাওয়া চার দিনের ফলাফলে মোট করোনা পজিটিভ হয়েছেন ২১৪ জন। সোমবার (৩১ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে রোববার (৩০ মে) রাত পর্যন্ত আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। সদরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৩০ মে পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন রোগী ভর্তি হয়েছেন। রোববার রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০২ জন।

জেলায় বর্তমানে ৬৬৯ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮, শিবগঞ্জে ১২৮, গোমস্তাপুরে ৯০, নাচোলে ৭০ ও ভোলাহাটের ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। ৭৫ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রোববার (৩০ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৩৬ জনের। তার মধ্যে নেগেটিভ এসেছে ৮ হাজার ৮৪১ জনের। জেলায় সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!