আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে ‘কমিটি পারসন’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুব্রত চৌধুরী

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
সুব্রত চৌধুরী

আগামী ৮ই জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী । দুই বছর মেয়াদী ডেমোক্র্যাট দলীয় ‘কমিটি পারসন’ পদে জয়ী হওয়ার লক্ষ্যে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামে। ২০১২ সালে তিনি অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন। কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন।

সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা মাধ্যমের সংবাদপএ, সংকলনে নিয়মিত ছড়া, কবিতা, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, সাউথ জারসি ফেইথ গ্রুপ,হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য।তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটিরও সদস্য।

কমিউনিটি সেবায় ভূমিকা রাখায় তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে ‘কংগ্রেসনাল প্রোক্লেমেশন’ এবং নিউ জারসি রাজ্য সিনেটর ক্রিস ব্রাউন এর কাছ থেকে ‘সিনেট কমেন্ডেশানআসন্ন প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে তাঁর ওপর আস্থা রেখে তাঁকে মনোনয়ন দেওয়ায় তিনি আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান মাইক সুলেমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, সুব্রত চৌধুরী ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠেয় আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

গতবারের মতো এবারও তাঁকে বিজয়ী করার জন্য তিনি তাঁর নির্বাচনী এলাকার সকল কমিউনিটির ভোটারদের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!