রামপালে ঘুর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপজেলা প্রশাসনের আগাম প্রস্তুতি

সুজন মজুমদার
সুজন মজুমদার - বাগেরহাট প্রতিনিধি
2 মিনিটে পড়ুন

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। অতীতের অভিজ্ঞতা থেকে অগ্রণী আশ্রয়কেন্দ্র নির্ধারণ, শুকনা খাবার, খাবার স্যালাইন ও মেডিকেল টিম গঠনসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

জানা গেছে, উপজেলার দশটি ইউনিয়নে মোট ১৬৯ টি আশ্রয়কেন্দ্র পরিপূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০টি স্থায়ী ও বাকি ১৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠান। সেগুলোতে প্রায় ৮০ থেকে ৮৪ হাজার মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবে। তাদের জন্য শুকনা খাবার, ডাইরিয়াজনিত কারণে খাবার স্যালাইনসহ সকল ধরনের ঔষধ ও খিচুড়ি-ভাতের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ইয়াস মোকাবিলায় মেডিকেল টিম, কন্ট্রোল রুম, পুলিশ বাহিনীর উদ্ধার অভিযান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সর্বক্ষণিক তদারকিও অব্যাহত থাকবে। পাশাপাশি রেডক্রিসেন্ট ও ওয়াল্ডভিশনসহ বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকরাও সহযোগিতা করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ইয়াস মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। উপজেলায় মোট ১৬৯ টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেগুলোতে মোট ৮০ হাজারের অধিক মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া শুকনা খাবার, খাবার স্যালাইন, মেডিকেল টিম, পুলিশ বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাইকে অনুরোধ করবো দুর্যোগ সতর্ক সংকেত পাওয়া মাত্রই যেন সবাই স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যায়। সাথে তাদের গবাদিপশু ও হাঁস-মুরগি সাথে নিয়ে যাবেন। সেগুলোকে সাইক্লোন সেন্টারের নিচে রাখার ব্যবস্থা থাকবে।

আশ্রয়কেন্দ্র গুলোতে আসা নারীপুরুষদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থাও থাকবে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসক পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন হয়তো আজ বা কাল চলে আসবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: সুজন মজুমদার বাগেরহাট প্রতিনিধি
সাময়িকী, বাগেরহাট প্রতিনিধি।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!