বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
4 মিনিটে পড়ুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা করে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ: রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী এবং আক্রানত উভয় পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নিহতরা হলেন-স্থানীয় সামসুল হকের পুত্র দিনমজুর সিদ্দিকুর রহমান (৩০) ও একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ঢালী ওরফে রবি ঢালীর ভাই আওয়ামী লীগ কর্মী আব্দুস সাত্তার ঢালী (৫৭)।

এরমধ্যে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান এবং বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সত্তার মারা যান।

পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদের একজনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার লেত্রা গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর উলানিয়া ইউনিয়ের স্থগিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে ইউনিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি কালাম বেপারী ও ইউ‌নিয়ন যুবলী‌গের আহবায়ক জামাল রাঢ়ীর মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে সম্প্রতি সময়ের সংঘর্ষে একজন নিহতও হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ঢালীর বাড়িতে তার নাতনীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। ওই অনুষ্ঠানে আসেন ইউ‌নিয়ন যুবলী‌গের আহবায়ক জামাল রাঢ়ীর।

খবর পেয়ে একই গ্রামের কামাল বেপারী ও সুমন বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বিয়ে বাড়িতে অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কমপক্ষে ১১ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

হামলায় ঘটনাস্থলেই দিনমজুর সিদ্দিকুর রহমান নিহত হন। এছাড়া ইউপি সদস্যর ভাই সাত্তার ঢালীকে মুমূর্ষ অস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

অপর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=0UAm5CSGZWk&ab_channel=%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80-Samoyiki

নিহতদের মধ্যে দিনমজুর সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেতে কাজ করছিলেন। ঘটনা দেখে তিনি ক্ষেত থেকে উঠে রাস্তার উপর দাঁড়ালে হামলাকারী সন্ত্রাসীরা তাকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে।

নিহতের স্বজন এবং স্থানীয়দের অভিযোগ হামলাকারীদের অধিকাংশের বাড়ি মেহেন্দিগঞ্জের বাহিরে। তাদের ভাড়া করে আনা হয়েছে। পুলিশ যে তিনজনকে আটক করেছে তারাও বহিরাগত।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, নির্বাচনী বিরোধের জেরধরে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলসহ উপজেলার প্রতিটি গুরুত্বপুর্ণ মোড় এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানায়।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল উলানিয়ায় নির্বাচনী সহিংসতায় সাইফুল সরদার নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ ডাবল মার্ডারের ঘটনা ঘটলো।

সংলগ্ন হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবী ঘটনার শিকার পরিবারটির।

উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আ: রব ঢালী জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল।

এসময় বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে।

হামলাকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বসতঘরগুলো এলোপাথারী কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।

গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পীডবোটযোগে বরিশালে আনার পথে ছাত্তার ঢালী মারা যান। ইসমাইল ঢালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী হিসাবে অভিযুকত ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী। এ কারনে গত একমাস যাবত আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তিনি বা তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!