13.2 C
Drøbak
শুক্রবার, মে ২৭, ২০২২
প্রথম পাতাসাম্প্রতিকবিরতিহীন যাত্রা

বিরতিহীন যাত্রা

পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্না,
দুরন্ত গতিতে ধেয়ে চলে অসীমের পথে।
সেই পথের একদিন পরিচয় হয় নদী ও নদ বলে।
নদ কিংবা নদীর ধর্ম বড়োই আপনভোলা,
সে আর মনে রাখে না তার উৎসমুখকে।
অনবরত ধেয়ে চলে সাগরাভিমুখে,
চারপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে তার এই চলা।
বিরহী পাহাড় ঠাঁয় দাঁড়িয়ে থাকে,
প্রতীক্ষার প্রহর কোনোদিন হয় না শেষ।
এ যেন সেই মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ শিশু,
যে কেবলই সময়ের হাত ধরে সামনে এগিয়ে যায়।
সময় হয় না আর উৎসে ফিরে দেখার,
গতি শ্লথ হতে হতে
একসময় থেমে যায়।
পেছনে ফেলে আসা পথরেখা,
মিলিয়ে গেছে সময়ের প্রলেপে।
অস্তগামী সূর্যের শেষ রশ্মি মিলিয়ে যেতে যেতে,
ঝর্না,নদী,মানুষ সকলের যাত্রাপথ মিশে যায় অনন্তলোকে।

অমিতা মজুমদার
অমিতা মজুমদার
কবি ও লেখক
অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।