ফেসবুকে আপত্তিকর পোস্ট ডিলিট না করতে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে: নোবেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
3 মিনিটে পড়ুন
ছবি সংগৃহিত

ঈদের চানরাতে ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে দাবী করলেন তরুণ কণ্ঠশিল্পী মাঈনুল ইসলাম নোবেল। কিন্তু ঈদের দিন সকালে ‘ঈদ মুবারক’ জানিয়ে নিজের সদ্য তোলা ছবি পোস্ট করলেন!

এ বিষয়ে নোবেলের বলেন, হ্যাকড হলেও তার পেজটি পুরোপুরি বেহাত হয়নি, নিয়ন্ত্রণ তার হাতেও রয়েছে। তবুও নগরবাউল জেমস ও সংগীতজ্ঞ ইথুন বাবুকে নিয়ে ভেসে থাকা স্ট্যাটাসগুলো মুছে ফেলতে পারছেন না। কারণ মুছলে এর চেয়েও জঘন্যরকম স্ট্যাটাস পোস্ট করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাকে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ১ ঘণ্টায় ১১টি স্ট্যাটাস পোস্ট করা হয় বাংলা ব্যান্ডের নগরবাউল খ্যাত জেমসকে নিয়ে। সবগুলো স্ট্যাটাসই আপত্তিকর ও কুরুচিপূর্ণ।

এর একটিতে জেমসকে ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুঁড়েছেন নোবেল। লিখেছেন, ‘জেমসকে ওপেন CHALLENGE!একই গান জেমস গাবে আমিও গাব!’

আরেকটি স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘ওই জেমস! গান গাবা এক স্টেজে?তোমারে ১০০০ মিউজিশিয়ান দেব। আর আমি একা একটা মাইক্রোফোন!

এরপর একইরকম আপত্তিকর আরও কয়েকটি পোস্ট তার পেজের টাইমলাইনে দেখা গেছে।

এসব নিয়ে সোশ্যাল মিডিয়া যখন তোলাপাড়, তখন নোবেল দাবি করলেন, এসব স্ট্যাটাস তিনি লেখেননি।

আজ ঈদের দিন সন্ধ্যায় এক গণমাধ্যমকে নোবেল বলেন, আমার পেজের অ্যাডমিন দুই জন; সেই সঙ্গে এডিটরসহ আছেন মোট ২৭ জন। এটা একটু উপরের লেভেল থেকে বিষয়টা হয়েছে। একটু ঝামেলা হয়েছে। এ বিষয়ে ভারতে ফেসবুকের আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। সেখানে কাজ না হলে প্রয়োজনে সিলিকন ভ্যালি পর্যন্ত যাব। পেজ আমরা উদ্ধার করব। পেজটি পুরোপুরি বেহাত হয়নি; নিয়ন্ত্রণ আমার হাতেও আছে।

তাহলে তো পোস্টগুলো সরিয়ে নিচ্ছেন না কেন- জানতে চাইলে নোবলে বলেন, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে যে, স্ট্যাটাসগুলো ডিলিট করলে আরও আজেবাজে স্ট্যাটাস দেওয়া হবে। যে কারণে স্ট্যাটাসগুলো আমি ডিলিট করছি না। আমি আমার ফেসবুক পেজ সিকিউর করতে চাই। স্ট্যাটাসগুলো আপাতত আছে, থাকুক। কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ।

তবে নোবেলের এমন দাবি ও বক্তব্যে বিশ্বাস নেই। অনেকেই ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট করা নোবেলের স্বভাব। বিতর্ক, গালাগালই যেন পছন্দ ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পাওয়া এই বাংলাদেশি শিল্পীর। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজকে বিতর্কে মজে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে মনে করেন কেউ কেউ। শুধু মাত্র নিজের মিউজিক ভিডিওর প্রচারণার জন্য এই সমস্ত অশ্রাব্য, বিতর্কিত পোষ্ট করেন। সব শেষে পোষ্ট করে তিনি বলবেন – আমার পেজ হ্যাক হয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত পোস্টের জন্য গত বছর একবার নোবেলকে র‍্যাব কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। তখন ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন, নিজের একটি গানের প্রচারের জন্য ওই কাজ করেছিলেন তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!