সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (৪ মে) বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চট্টগ্রাম জেলা বিশেষ শাখা তাকে গ্রেপ্তারে অভিযান চালায়।
চট্টগ্রামের পুলিশ সুপার এম রশিদুল হক জাকারিয়া নোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ২৬ মার্চ তাণ্ডবের ঘটনায় কয়েকটি নাশকতা মামলা রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।