যুক্তরাষ্ট্রে সাবওয়ে স্টেশনে বোমা হামলার চেষ্টার দায়ে বাংলাদেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
আকায়েদ উল্লাহ, ছবি সংগৃহিত

চার বছর আগে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি সন্ত্রাসী হামলার চেষ্টার দায়ে আটক যুক্তরাস্ট্রের গ্রীনকার্ডধারী বাংলাদেশী যুবক আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সার্কিট জাজা রিচার্ড সুলিভান আকায়েদ উল্লাহ’র দণ্ড ঘোষণা করে বলেন, ওই ব্যক্তি সত্যিকারভাবে বর্বরোচিত এবং ঘৃণ্য অপরাধ করেছে। হামলায় আক্রান্তদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শুধু কাজে বা স্কুলে যাচ্ছিলো। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টা চালায় আকায়েদ। এতে চার ব্যক্তি আহত হয় তবে নিহত হয়নি কেউ। সে সময়ে তিনি বোমা মেরে উড়িয়ে দেবার পাশাপাশি নিজেও আত্মঘাতী হবেন বলে জানিয়েছিল এই যুবক। তবে তার জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

তিন বছরের এক পুত্র সন্তানের বাবা আকায়েদ উল্লাহকে ন্যুনতম ৩৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। নিজের কর্মকাণ্ডের জন্য বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ। বিচারককে এই যুবক বলেন, ‘১১ ডিসেম্বর আমি যা করেছিলাম, তা ভুল ছিলো। আমার হৃদয়ের গভীর থেকে বলতে পারি আমি খুবই দুঃখিত।‘

গণমাধ্যমে প্রসিকিউটররা বলেছেন, আকায়েদ উল্লাহ ওই সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে হতাশ ছিলো। সে সময়ে আইএসআইএস গোষ্ঠীর প্রচারণা তাকে এ হামলা করতে উৎসাহ যোগায়।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!